মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী থেকে জঙ্গি সন্দেহে আটক দুই নারী ও বাড়ি মালিকের ছেলের জঙ্গি সম্পৃক্ততা পায়নি পুলিশ। শনিবার রাত ১১টার দিকে গাংনী থানা হেফাজত থেকে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান।
বামন্দী আখ সেন্টারপাড়ার সৌদি প্রবাসী মিশকাত আলীর বাড়িটিতে জঙ্গি আস্তানা সন্দেহে দুপুরে অভিযান চালিয়ে ভাড়াটিয়া দুই নারী ও বাড়ি মালিকের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, আটক দুই নারী সম্পর্কে মা-মেয়ে। দুই সপ্তাহ আগে ভাড়াটিয়া হিসেবে ওই বাড়ির দোতলায় বসবাস শুরু করেন। তারা প্রতিবেশী কারো সঙ্গে মেলামেশা করতেন না এবং ঘর থেকে বের হতেন না। তাদের আচরণ ও চলাফেরা স্থানীয়দের কাছে সন্দেহজনক ছিলো।
তবে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও বিভিন্নভাবে পুলিশ তাদের বিষয়ে তদন্ত করে। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস