দেশজুড়ে

লোহাগড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থী জয়ী

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বি এম কামাল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।লোহাগড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনের জন্য আগামী ১০ জুন দিন ধার্য করা হয়েছিলো। মনোনয়নপত্র বাছাই ২০ মে এবং প্রত্যাহার ২৫ মে। এ উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিএম কামাল হোসেন একা মনোনয়নপত্র  দাখিল করেন। অন্য কোনো  প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বি এম কামাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় ।এদিকে লোহাগড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বি এম কামরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ পদ শূন্য হয়। কামাল হোসেন সাবেক মৃত কামরুল ইসলামের ছেলে।লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহামুদ বলেছেন, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বি এম কামাল হোসেনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।হাফিজুল নিলু/এসএস/আরআইপি