দেশজুড়ে

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল আহম্মেদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ওই উপজেলার শালাইপুর বাজারের মাসুদ রানার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার সকালে রাসেল চা এর দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এফএ/জেআইএম