দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদ হোসেন লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,সকাল থেকে টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে ঢেউয়ের মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি ভালো হলে লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান,পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে অন্যান্য দিনের মতো ১৬টি ফেরির সবগুলোই চলাচল করছে। ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম