পিরোজপুর শহরে গড়ে ওঠা দেড়শ অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সোমবার শহরের বঙ্গবন্ধু চত্বর (সিও অফিস মোড়) থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়কের পাশে দেড় একর জমিতে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ করে সওজ কর্তৃপক্ষ।
অবৈধ স্থাপনার মালিকদের এ ব্যপারে মাইকিং করে তাদের দোকানপাট ও মালামাল সরিয়ে নেয়ার জন্য বারবার মাইকিং করলেও সেদিকে তারা গুরুত্ব না দেয়ায় সকালে বৃষ্টির মধ্যেই বুলডোজার দিয়ে স্থাপনা অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযানে খুলনা সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপসারিত স্থাপনার মধ্যে সিও অফিস সংলগ্ন অস্থায়ী নতুন বাজার, ফলের দোকান, ভাঙ্গারি দোকান, মুদির দোকান, হোটেল ও ওয়ার্কশপসহ বিভিন্ন দোকানপাঠ এসময় গুঁড়িয়ে দেয়া হয়। এক শ্রেণির চাঁদাবাজ ও হকার দীর্ঘ দিন ধরে সড়কের পাশের ফুটপাত দখল করে এসব স্থাপনা ভাড়া দিয়ে পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরী করে আসছিল।
জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, অভিযানকালে সড়ক বিভাগের লোকজন ছাড়াও পুলিশের একটি দল উপস্থিত ছিল। শান্তিপূর্ণভাবেই উচ্ছেদ কাজ সম্পন্ন হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদফতরের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয় এবং প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকায় উচ্ছেদের বিষয় মাইকিং করা হয়।
হাসান মামুন/আরএআর/পিআর