দৈনিক মানবজমিন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি আব্বাছ হোসেনের বাড়িতে মঙ্গলবার রাতে দুই দফায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সাংবাদিকের মা ও ভাই গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া গ্রামের বাড়িতে স্থানীয় সন্ত্রাসী সেলিমের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।আব্বাস জানায়, সেলিমের নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী মোটরসাইকেলযোগে রাত ৮টার দিকে সদর উপজেলার যাদৈয়া গ্রামের কমর উদ্দিন হাজী বাড়িতে যায়। এসময় তার ভাই সোহেলের কাছে সন্ত্রাসীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। সোহেল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। সে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। সন্ত্রাসীরা তাকে পিটিয়ে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। এ খবর পেয়ে রাত ৯টার দিকে লোকজন নিয়ে সেলিম আবারো সশস্ত্র হামলা করে। তাদের ছোঁড়া গুলিতে আহত হন আব্বাসের মা নাজমা বেগম ও ভাই জাহাঙ্গীর আলম। এসময় আবু তাহের, কলেজ পড়ুয়া বোন রীমা আক্তারও আহত হয়। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।আব্বাস হোসেন বলেন, মাদক ব্যবসায়ী সেলিম সন্ত্রাসীদের নিয়ে চাঁদা না পেয়ে দুই দফায় আমার বাড়িতে হামলা চালিয়েছে। তাদের গুলি ও হামলায় মা-বাবাসহ পরিবারের ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আমি আইনের আশ্রয় নিব।এ ব্যাপারে অভিযুক্ত সেলিমের বক্তব্য জানা যায়নি।যোগাযোগের চেষ্টা করা হলে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। হামলার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।কাজল কায়েস/এসএস/এমএস