ঝিনাইদহে নাশকতার অভিযোগে এক জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় জেলার ৫ উপজেলা থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য শফিকুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের আলতাব হোসেনের ছেলে জামায়াতকর্মী তরিকুল ইসলাম (৩৫) কে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় নাশকাতার অভিযোগ রয়েছে।এছাড়া বিভিন্ন মামলায় হরিণাকুন্ডু উপজেলা থেকে আরো একজন, সদর উপজেলা থেকে সাতজন, শৈলকুপা উপজেলা থেকে তিনজন, কালীগঞ্জ উপজেলা থেকে চারজন ও মহেশপুর উপজেলা থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।এসএস/এমএস