জাতীয়

নেতিবাচক সংবাদ প্রচারেও উন্নয়ন বাধাগ্রস্ত হবে না : শাজাহান খান

পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রচার করেও সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বুধবার দুপুরে মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সম্মেলন কক্ষে সমুদ্র পথে যোগাযোগ বৃদ্ধি বাংলাদেশের ব্যবসায় সম্ভবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর স্থাপিত হয়েছে ১২৮ বছর হলো, কিন্তু ৬ বছরে (গত সরকার ও বর্তমান সরকারের মেয়াদে) যা উন্নয়ন হয়েছে গত ১২২ বছরেও তা উন্নয়ন হয়নি। তার পরও বিভিন্ন পত্রিকা উন্নয়নের সংবাদ প্রচার না করে নেতিবাচক সংবাদ প্রচার করে উন্নয়নের বাধা সৃষ্টি করতে চাচ্ছে। কিন্তু এই নেতিবাচক সংবাদ প্রচার করেও উন্নয়নের বাধা সৃষ্টি করতে পারবে না।তিনি বলেন, আগে বন্দরে যেখানে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হতো এখন সেখানে ৬০ লাখ টাকা লাভ হচ্ছে।শাজাহান খান আরো বলেন, দেশের প্রত্রিকা গুলোর মধ্যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে প্রথম আলো। এ জন্য আদালত লাখ টাকা জরিমানাও করেছে। যুগান্তরও তাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ করেছে। আমিও মামলা করেছি, দেখবেন তাদের বিরুদ্ধেও জরিমানা হবে।বন্দর বিষয়ক বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশের অবস্থান বর্তমানে ৮৬তম উল্লেখ করে নৌমন্ত্রী জানান, আগামী বছর তা ৭৬ এ উন্নীত হবে বলে আশা করছি।তিনি বলেন, নৌ পরিবহন সেক্টর উন্নয়নে ১ হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। আগের বাজেট ছিল ৭৮ কোটি টাকা।সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, দেশের বন্দর হয়েছে কিন্তু যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয় নাই। ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের জন্য প্রয়োজন বন্দরসহ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠানো উন্নয়ন করা। রাজধানীর যানজটের আর্থিক ক্ষতি কমাতে ঢাকার চারপাশে নৌ পথ চালুর দাবি জানান। একই সঙ্গে দেশের নদীপথের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তারা।ঢাকা চেম্বারের সভাপতি হোসেইন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, বীর উত্তম। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খানসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এসআই/আরএস/আরআই