দেশজুড়ে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলায় হাটুভাঙ্গা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাটুভাঙ্গা রেল স্টেশনের পাশ থেকে এ দুইজনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

মৃত একজনের নাম মনির হোসেন (৩৩) তিনি নরসিংদী শহরের বিলাসদী এলাকার মোস্তাক মিয়ার ছেলে এবং একজনের পরিচয় জানা যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফারুক মিয়া বলেন, ঘটনাটি সম্ভবত ভোরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। রেল লাইনের পাশ থেকে একজন পুরুষ ও একজন নারীর মরদেহ উদ্ধার করি।

এই ঘটনায় খানাবাড়ি রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন বলেও জানান এএসআই মো. ফারুক মিয়া।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম