দেশজুড়ে

থেমে নেই আদুরি

অভাবের সংসারেও লেখাপড়া চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী আদুরি খানম। জন্মের পর থেকেই মা-বাবা আদুরিকে আড়াল করে রাখতেন। আড়ালে থেকেও লেখাপড়ার প্রতি আদুরির আগ্রহ দেখে তাকে মুক্ত করে দেন।

আদুরি খানম নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের সাইকেল ও ভ্যান-রিকশার মিস্ত্রি ইকবাল মিনার মেয়ে (১৭)।

সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা-মাসহ সাত সদস্যের অভাবের সংসার তাদের।

আদুরির সঙ্গে কথা বলে জানা যায়, তার অস্বাভাবিক হাত দুটির কারণে অনেকেই ব্যঙ্গ করেন। কিন্তু তাতে সে কষ্ট পেলেও এখন আর কষ্ট পায় না। নিয়তিকে সে মেনে নিয়েছে।

ক্ষুধা আর দারিদ্র্যতার সঙ্গে সংগ্রাম করে আদুরি প্রতিদিন ৭ কিলোমিটার হেঁটে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে গিয়ে নিয়মিত ক্লাস করছে। অথচ দরিদ্র মা-বাবার পক্ষে মেয়েকে কলেজে পড়ানোর মতো সামর্থ্যও নেই তাদের। তারপরও আদুরি প্রতিদিন কলেজে যাচ্ছেন শিক্ষার আলোয় নিজেকে বিকশিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে।

আদুরির বাবা ইকবাল মিনা বলেন, আদুরিকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। ছোটবেলা থেকেই তার লেখাপড়ার প্রতি আগ্রহ থাকায় সে এখন কলেজে পড়ছে। সাইকেলের গ্যারেজে কাজ করে প্রতিদিন তার এক থেকে দেড়শ টাকা আয় হয়। এই আয় দিয়ে কোনো রকমে সংসার চলে।

কলেজ উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস বলেন, আদুরির পারিবারিক অবস্থা সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ অবগত আছে। সরকারি নিয়মের বাইরে তাকে যতটুকু সহায়তা করা প্রয়োজন, তা করা হয়। তবে কোনো দানশীল ব্যক্তি তার পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলে অসহায় মেয়েটির উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ সম্ভব।

হাফিজুল নিলু/এমএএস/এমএস