দেশজুড়ে

যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগ

র্দীঘদিন থেকে ফুটপাত দখল ও যততত্র গাড়ি পার্কিংয়ের কারণে মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহর যানজটের সৃষ্টি হয়। প্রতিদিনই শহরের মৌলভীবাজার বাসস্ট্যান্ড থেকে কুলাউড়া সদর হাসপাতালের সামনে পর্যন্ত যানজট লেগেই থাকে। দীর্ঘদিনের এই যানজট নিরসনে উদ্যোগ নিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউসুফ। গতকাল মঙ্গলবার যানজট নিরসনে শহরজুড়ে দড়ি ও কোণ লাগানো হয়েছে। এ সময়  কুলাউড়া থানা পুলিশের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম মুসা, ওসি (তদন্ত) বিনয় চন্দ্রসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আবু ইউসুফ জাগো নিউজকে বলেন, আমি ট্রাফিকে কাজ করেছি দীর্ঘদিন। তাই আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এবার কার্যকরী পদক্ষেপ নেই।  শুধু কুলাউড়া নয় জুড়ী ও বড়লেখাকে যানজটমুক্ত করার চেষ্টা করছি। পরীক্ষামূলকভাবে শহরে দড়ি ও কোণ লাগানোর হয়েছে। ফলাফল ভালো পেলে স্থায়ীভাবে রাখবো। শুধু পুলিশ নয় সকল প্রতিষ্ঠানের সহযোগিতায় যানজট নিরসন হবে বলেও তিনি জানান।

এআর/আরএআর/জেআইএম