পটুয়াখালী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য হাসান সিকদারকে সভাপতি ও ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভূঁইয়াকে সাধারণ সাম্পাদক করে নতুন কমিটি করা হয়।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সোমবার অনুমোদন দেয়া হলেও বুধবার কমিটির আত্মপ্রকাশ করা হয়।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্য আনন্দ বিরাজ করছে। নতুন কমিটি আত্মপ্রকাশের পর থেকে চলছে মিষ্টি বিতরণ। উল্লেখ্য, গত ২৪ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/এমএস