হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশত জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে মজনু মিয়া (২৫), আহাদ মিয়া (৪৫), আব্দুল আওয়াল (৫০), রেজিয়া খাতুন (৩৫), জুয়েল মিয়া (১৮), হারুন মিয়া (৪০), নার্গিস আক্তার (২৬), ইমান আলী (৪৫), আলী হোসেন (৪৭), মামুন মিয়া (২২), মিলন মিয়া (৩০), জাহানারা বেগম (৫০), এংরাজ বানু (৩৩), তফুরা বেগম (৩০), আবুল কালাম (৪০) সহ ৩০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।এলাকাবাসী জানায়, সদর উপজেলার মির্জাপুর গ্রামের ইউপি মেম্বার কালন মিয়ার সাথে একই গ্রামের হাজী হাবিবুর রহমনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত কয়েকদিন যাবত উভয়পক্ষের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে এরই জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ৭টা থেকে টানা দুই ঘণ্টা এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর