দেশজুড়ে

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভাঙলেন আ. লীগ নেতা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় কাসেম গাজী (৭২) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন আওয়ামী লীগ নেতা বাবুল গাজী ও তার সহযোগীরা।

বাবুল গাজী নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চিপা বারইখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের সহযোগিতায় আহত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার সকাল থেকে বাবুল গাজী ও তার সহযোগীদের আটকের জন্য এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ঘটনার পর থেকে বাবুল গাজী পলাতক রয়েছেন। তিনি একজন চিহ্নিত অপরাধী। তার ভাইয়ের নামে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। পুলিশ মুক্তিযোদ্ধার ওপর হামলাকারী ওই বাবুল গাজী ও তার ছেলেদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু বলেন, বাবুল গাজী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। বাবুল ও কাসেম গাজী পরস্পর আত্মীয়। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এ কারণেই মারপিটের ঘটনা ঘটেছে।

এএম/পিআর