ঝিনাইদহে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।ঝিনাইদহ পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত সদস্য শিহাব উদ্দিন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানকালে সদর উপজেলা থেকে জন, শৈলকুপা উপজেলা থেকে ৪ জন, কালীগঞ্জ উপজেলা থেকে ৪ জন, মহেশপুর উপজেলা থেকে ৪ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জন এবং হরিণাকুণ্ডু উপজেলা থেকে ২ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে আরো একজনকে গাজাঁসহ আটক করেছে ডিবি পুলিশ।আরাফাতুজ্জামান/এআরএ/আরআই