দেশজুড়ে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মাহামুদুল হাসান শাওন (১৮) এবং শ্যামলী বিশ্বাস (৭৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা চৌরাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে এক যুবক নড়াইলের মুলিয়া থেকে মোটরসাইকেলে নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা চৌরাস্তায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় ভাদুলীডাঙ্গা এলাকার বনমালী বিশ্বাসের স্ত্রী শ্যামলী বিশ্বাসকে (৭৫) ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেল চালক সদর উপজেলার বাঁশভিটা গ্রামের সোহেল ফারহানের ছেলে মাহামুদুল হাসান শাওন (১৮) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এফএ/এমএস