জামালপুরে মালবোঝাই ট্রাকের চাপায় সাব্বির আহম্মেদ (১৩) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী উপজেলা থেকে মালবোঝাই দ্রুতগতির একটি ট্রাক জামালপুর আসার পথে জামতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে চাপা দেয়। এসময় সাইকেল আরোহী সাব্বির আহম্মেদ ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে সাবিব্বরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত সাব্বির আহম্মেদ সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি