দেশজুড়ে

সাতক্ষীরার প্রাণ সায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাতক্ষীরার প্রাণ সায়েরের খালের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সাতক্ষীরা সদরের সহকারী কমিশনার (ভূমি)।

রোববার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা আহলে হাদিস জামে মসজিদের উত্তর পাশে প্রাণ সায়ের খালের পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্চে এমন সংবাদে তিনি এ অভিযান পরিচালনা করেন।

সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) দেবাশিষ চৌধুরী জানান, সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালটি বড় সম্পদে রূপান্তরিত করা যায়। প্রাণ সায়ের খালের প্রাণ ফিরিয়ে দিতে হলে খালের তীরবর্তী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নতুনভাবে যাতে কোনো অবৈধ স্থাপনা না করতে পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনাকালে সদর উপজেলা ভূমি অফিসের নায়েব কান্তি লাল সরকার, এম.এম ফজলুর রহমান, আব্দুল গফুর ও সুরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/এএম/পিআর