দেশজুড়ে

বাগেরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কাহালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের কাহালপুর এলাকায় চেকপোস্ট অতিক্রম করে রাত ৩টার দিকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন লোক গোপালগঞ্জ থেকে বাগেরহাটের দিকে আসছিল। এ সময় র‌্যাব সদস্যরা চেকপোস্টে তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে মোটরসাইকেলের পেছনে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ হাজার ১১৪ টাকা উদ্ধার করে। পরে সন্ত্রসীদের ফেলে যাওয়া তিনটি পিস্তল ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এনায়েত হোসেন মান্নান ও নজরুল ইসলাম নামে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

শওকত বাবু/আরএআর/জেআইএম