দেশজুড়ে

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ২৯

কুষ্টিয়া জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ২৯ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলাব্যাপী অভিযান চালিয়ে এ সকল আসামিদের গ্রেফতার করে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলাব্যাপী এ অভিযান চালানো হচ্ছে। এদের মধ্যে সদর থানায় ৯ জন, খোকসা থানায় ১ জন, মিরপুর থানায় ৫ জন, ভেড়ামারায় ৮ জন, দৌলতপুরে ৪ জন, ইবি থানায় ২ জনকে গ্রেফতার করা হয়। আল-মামুন সাগর/এমজেড/এমএস