ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কলেন্দ্রনাথ (৫০) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেন্দ্রনাথ (৫০) জাবরহাট কলিযুগ গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, টিনের চালার ফুটো বেয়ে ঘরে বৃষ্টির পানি পড়ায় কলেন্দ্রনাথ চালা ঠিক করার জন্য ওঠেন। পল্লী বিদ্যুতের সার্ভিস তারের ছেঁড়া অংশ টিনের চালায় পড়লে টিনের চালায় প্রবাহিত বিদ্যুতের সংস্পর্শে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ দেহ উদ্ধার করে। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লোকজন এলে তারা স্থানীয়দের তোপের মুখে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের দায়িত্বে অবহেলার কারণেই এই মৃত্যু ঘটনা ঘটেছে। তাদের সার্ভিস তার ছেঁড়াসহ অন্য কোনো সমস্যার বিষয়ে তারা ঠিকভাবে দায়িত্ব পালন করেন না।
এ ব্যাপারে পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জাবরহাট ইউনিয়নের কলিযুগ গ্রামটি পীরগঞ্জের প্রত্যন্ত সীমান্তে অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম