দেশজুড়ে

পিকআপ উল্টে বাগেরহাটে নিহত ২

জেলার ফকিরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুরগীবাহী একটি পিকআপ উল্টে গিয়ে দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ওই পিকআপটির চালক এবং অন্যজন মুরগীর মালিক বলে নিশ্চিত হওয়া গেছে।বৃহস্পতিবার গভীর রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কানারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট মহাসড়ক থানায় রাখা হয়েছে।নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের মো. সিদ্দিক শেখের ছেলে মুরগী ব্যবসায়ী মো. ইব্রাহিম শেখ (২৭) এবং পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মালিগ্রাম গ্রামের নুর মোহম্মদ মোল্লার ছেলে পিকআপ চালক সুমন মোল্লা (৩০)। নিহতরা খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মুরগী নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন।বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী সকালে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া তিনটার দিকে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অনটেস্ট মাইক্রোবাস ঘটনাস্থলে পৌছে তার সামনে থাকা অপর একটি মুরগীবাহী পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে যায়। পিকআপের মুরগীর খাঁচা ওই দুই ব্যক্তির গায়ের ওপর পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় পিকআপে থাকা পাঁচশ মুরগীর মধ্যে অন্তত দুইশ মুরগী মারা গেছে। নিহতদের দুইজনের লাশ থানায় রাখা হয়েছে।এলএ