দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ২১ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

চুয়াডাঙ্গায় ২১ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার ভোরে ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে অভিযান চালিয়ে বিষের এ চালান উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে বিষের একটি চালান পাচার হবে- এমন খবরের ভিত্তিতে বুধবার ভোর থেকেই জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রামে বিজিবির কয়েকটি টিম অবস্থান নেয়।

ভোরে সুলতানপুর বিওপির মদনা গ্রামে একটি বাঁশ বাগানের ভেতরে কয়েকজন চোরাচালানির উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দেয় বিজিবি।

এ সময় চোরচালানিরা ভারতের অভ্যান্তরে ঢুকে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া ৪ টি বোতলে কোবরা সাপের বিষ উদ্ধার করে বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার বিষের পরিমাণ ৩ কেজি ৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা।

সালাউদ্দিন কাজল/এএম/এমএস