দেশজুড়ে

হবিগঞ্জে সাংবাদিক জগলুল আহমেদ সম্মাননা প্রদান

হবিগঞ্জের প্রখ্যাত সাংবাদিক মরহুম জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতিতে সাংবাদিক সম্মননা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি। শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। সমিতির সভাপতি সৈয়দ সহিদুল হক আব্দালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি শোয়েব চৌধুরী। অনুষ্ঠানে বক্তৃতা করেন অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, অ্যাডভোকেট আব্দুল আলীম তালুকদার প্রমুখ। পরে সাংবাদিক জিয়া উদ্দিন দুলালকে প্রখ্যাত সাংবাদিক মরহুম জগলুল আহমেদ চৌধুরীর স্মৃতিতে সম্মাননা হিসেবে ৫ হাজার টাকা এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি