জাতীয়

মানবপাচারকারীদের ছাড় দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে যারা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্য ফেলেছে তাদের ছাড় দেয়া হবে না। এই মানবপাচারের সাথে দেশের মানুষই জড়িত। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন শৃঙ্খলার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে অপহরণ করে যে অর্থ আদায়সহ অনেককে হত্যা করেছে তাদের খুঁজে বের করা হবে। একই সাথে শুধু দেশের মানুষই নয়, বিদেশি পাচারকারীরাও এই পাচারের সাথে জড়িত। জাতিসংঘসহ আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাও এ বিষয়টি খতিয়ে দেখছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।মন্ত্রী বলেন, সিরাজগঞ্জের উন্নয়নে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যেই মনসুর আলী মেডিকেল কলেজ, মেরিন একাডেমি, জাতীয় জুট মিল, সিরাজগঞ্জ এক্সপ্রেস, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। রাসেল পার্ক, ২৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ আরো কিছু উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সেই সাথে জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতিও উন্নতি হয়েছে। সিরাজগঞ্জকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য নিরলসভাবে কাজ করার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তন্ময় দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল­াত মুন্না, জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ­উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, জেলা সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি প্রমুখ। সভায় জেলার বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদল ভৌমিক/এসএস/আরআইপি