চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিক আব্দুল খালেক (৫০) ও কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবিকে (৬৫) পিটিয়ে আহত এবং বাড়ি ভাঙচুর করেছে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের লোকজন। রোববার বেলা ১১ টার দিকে চিনিকল চত্বরে এ ঘটনা ঘটে।জানা যায়, রোববার সকালে আব্দুল খালেকের কেরুজ কোয়টারাস্থ বরাদ্দকৃত বাড়ির সামনে বেড়া দিচ্ছিল। খবর পেয়ে কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ তাদের লোকজন বাধা দেয়। এ সময় সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঙ্গে আব্দুল খালেকের বাকবিতণ্ডা হয়। এ খবর দ্রুত চিনিকল চত্বরে ছড়িয়ে পড়লে মাসুদুর রহমানের লোকজন ক্ষিপ্ত হয়ে আব্দুল খালেক ও হাবিবুর রহমান হবিকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তারা বাড়ি ভাঙচুর করে।পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক পরে দামুড়হুদা চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলার প্রস্তুতি চলছে।কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী জানান, ঘটনাটি ঘটেছে তবে তা দ্রুত মিমাংসা করার জোর চেষ্টা চলছে।সালাউদ্দীন কাজল/এআরএ/আরআই