এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় হবিগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস নিতু নামে এক শিক্ষার্থী। রোববার দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিতু জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সে শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও গণপূর্ত বিভাগের টেকনিশিয়ান এমএ মতিনের মেয়ে।পুলিশ ও এলাকাবাসী জানায়, নিতু এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.১১ পেয়েছে। তার সহপাঠীদের চেয়ে জিপিএ কম পাওয়ায় সে দিশেহারা হয়ে পড়ে। রোববার দুপুরে তার মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে স্কুলে যান। এ ফাঁকে নিতু বাসার পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে নিতুর মা বাসায় ফিরে এ দৃশ্য দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআই