দেশজুড়ে

নাটোরে ১৯ মামলার আসামি গ্রেফতার

নাটোরে ১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী হৃদয় শেখ জীবনকে (২৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হৃদয় শেখ জীবন শহরের কান্দিভিটুয়া এলাকার জামাল শেখ ড্রাইভারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, নাটোরের শীর্ষ সন্ত্রাসী ১৯ মামলার আসামি হৃদয় শেখ ওরফে জীবনকে দীর্ঘ দিন ধরে খুঁজছিল পুলিশ। পলাতক থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, হৃদয় শেখ ওরফে জীবনের নামে নাটোর সদর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজিসহ অন্তত ১৯টি মামালা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/আইআই