হবিগঞ্জে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন ফাস্টফুডের দোকানে আড্ডা দেয়ার সময় ২২ প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেকের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু ফাস্টফুডের দোকান গড়ে উঠে। এর প্রায় সবগুলোই গড়ে উঠেছে জেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে।
এসব দোকানে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। সেই সঙ্গে অনেক দোকানে নানা আপত্তিকর ঘটনাও ঘটে।
এতে শিক্ষার্থীদের পরীক্ষার ফল খারাপ হয়। অনেকেই আবার বিপথগামী হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় সুধীসমাজ এবং জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আলোচনা হয়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আটকদের প্রায় সবাই স্কুলের শিক্ষার্থী। তারা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল।
এতে একদিকে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, অন্যদিকে অনেকেই বিপথগামী হচ্ছে। সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেন, তাদের বলেছি তারা যেন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি