নীলফামারীর ডিমলায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপিসহ বিভিন্ন দলের ৩`শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রোববার সন্ধ্যায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে সংবর্ধনা ও গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শরিফ ইবনে ফয়সাল মুনের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন। এ সময় আওয়ামী লীগে যোগদান করেন ইউপি সদস্য সাহাবুল ইসলাম, রফিকুল ইসলাম, মনজুর রহমান, মহিলা ইউপি সদস্য নার্গিজ জামান, টেপাখড়িবাড়ী ইউপি মহিলা সদস্য মনোয়ারা বেগমসহ ছিটমহলের বাসিন্দারা। গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ ফজলূল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ডিমলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দফতর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ।জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি