চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে গাড়ি ভাঙচুর মামলায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর।
মঙ্গলবার দুপুর ২টার দিকে চাঁদপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য গ্রহণ করেন বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসুফ।
বাদীপক্ষের আইনজীবী রেজা পাহলভী মজিদ (শেলী) ও হেলাল উদ্দিন জাগো নিউজকে জানান, ২০০৩ সালে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার কিছু নেতাকর্মী ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি বহরে হামলা করে। এমন কি হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এ ঘটনার দীর্ঘ ৭ বছর পর কলিম উল্লাহ নামের এক আওয়ামীলীগ কর্মী বাদী হয়ে আদালতে ৩৪ জনের নামে মামলা করে। জিআর মামলা- ৫৫/২০০৯। মামলার অগ্রগতি হিসেবে মঙ্গলবার সাক্ষ্য দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এমপি।
সাক্ষী দিয়ে আদালত প্রাঙ্গণে ড. মহীউদ্দিন খান আলমগীর জাগো নিউজকে বলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রী নাজমুন নাহার বেবীসহ তার কিছু নেতাকর্মী আমার গাড়ি অবরোধ করে আমাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ মামলায় আজ সাক্ষী দিতে আদালতে এসেছি।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন, কামরুল ইসলাম, মিজানুর রহমান, জাকির হোসেন ফয়সাল, মাইনুল ইসলাম, আবদুলা হিল বাকী, মাসুদ প্রাধানিয়া।
ইকরাম চৌধুরী/এমএএস/আরআইপি