দেশজুড়ে

সুন্দরবনে অপহৃত ৭ জেলে উদ্ধার

সুন্দরবন থেকে অপহৃত ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মংলা)। বুধবার বিকেল সাড়ে ৪টায় মংলা থানার শেলার নদী সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় ডাকাতদের ব্যবহৃত ২টি নৌকাও উদ্ধার করা হয়।

উদ্ধার জেলেরা হলেন- মো. আনোয়ার হোসেন মাতব্বর (৪০), শাহজাহান মুন্সি (৪০), মাসুদ মোল্লা (২৬), রহিম মুন্সি (২৬), জিয়ারুল মোল্লা (২৭), তরিকুল ইসলাম ফরাজি (১৮) ও শিমুল তালুকদার (১৭)। উদ্ধার সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান বলেন, সিজি বেইস মংলা ও সিজি স্টেশন সুপতি যৌথভাবে অপারেশন করে জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধারদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। নৌকা ২টি সুপতি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে । ডাকাত নির্মূলে সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

শওকত আলী বাবু/এএম/জেআইএম