আইন-আদালত

আইনজীবী সিরাজুল ইসলাম খান আর নেই

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম খান আর নেই (ইন্নালিল্লাহে...রাজিউন)। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানী অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও আইন অঙ্গনে অসংখ্য ভক্ত রেখে গেছেন। বৃহস্পতিবার প্রথমে ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের আইনজীবী ও বিচারকরা অংশ নেন।

প্রথম জানাযা শেষে মুন্সীগঞ্জের লৌহজং থানায় গ্রামের বাড়ি নেয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত মো. সিরাজুল ইসলাম খান ১৯৬৬ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল হল শাখার সাধারণ সম্পাদক ও ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি, আবু মুহাম্মদ মুরতাঈশ কচি মেমোরিয়াল ট্রাস্ট ও কোর্ট রিপোর্টার অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছেন।

জেএ/এমআরএম/জেআইএম