পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৬নং পশ্চিম ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাওসার হোসেন সিকদার রিন্টুর বিরুদ্ধে শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর চাচা সরোয়ার হোসেন। সোমবার দুপুরে ভাণ্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইমলামের কাছে এ অভিযোগ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।এ ব্যাপারে শিক্ষা অফিসার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য যুব উন্নয়ন কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা গেছে, শ্লীলতাহানির শিকার ওই স্কুলছাত্রী দাদা-দাদীর কাছে থেকে লেখাপড়া করতো। গত বৃহস্পাতিবার সহকারী শিক্ষক কাওসার হোসেন রিন্টু প্রাইভেট পড়াতে গিয়ে শিক্ষার্থীকে একা পেয়ে শ্লীলতাহানি করে। পরে শিক্ষার্থী এ ঘটনা অভিভাবকদের জানালে পরিবারের পক্ষ থেকে সোমবার প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে।মেয়েটি অভিযোগ করে বলেন, ওই শিক্ষক প্রায়ই ক্লাসে তাকে উত্ত্যক্ত করত এবং গায়ে হাত দিতো। যা তার সহপাঠীরা অনেকেই দেখেছে।এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাওসার হোসেন রিন্টুর কাছে সেলফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। পূর্ব শত্রুতার জের ধরে এ মিথ্যা মামলা করা হয়েছে।এদিকে, শ্লীলতারহানির ঘটনা ফাঁস হয়ে গেলে এলাকার এক ইউপি সদস্য ও প্রভাবশালী একটি মহল হতদরিদ্র ওই ছাত্রীর পরিবারকে হুমকি দেয়ার কারণে তারা এলাকা ছেড়েছে বলে জানা গেছে।হাসান মামুন/এসএস/আরআই