দেশজুড়ে

নবগঙ্গা নদীতে ভাঙন : শিক্ষা প্রতিষ্ঠানসহ হুমকির মুখে ঘরবাড়ি

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। যেকোনো মুহূর্তে কালিয়া পৌরসভার বড়কালিয়া-নাওরা ঝুকিপূর্ণ ওয়াপদা ভেড়িবাঁধ ভেঙে যেতে পারে। ফলে উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার ও ৫ হাজার ৭০০ হেক্টর ফসলি জমিসহ প্রায় ১ হাজার মাছের ঘের ক্ষতির সম্মুখীন হবে।

সরেজমিনে দেখা যায়, সালামাবাদ ইউনিয়নের বাহিরডঙ্গা ও বিলব্যাউচ, পৌরসভার নাওরা, বৃহাচলার ও বড়কালিয়ার ৫০টি বাড়ি ও স্কুলসহ নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকার কারণে ওইসব নদীর ভাঙন প্রবল আকার ধারণ করেছে।

এ বিষয়ে এলাকাবাসী ইউএনও-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তারা বলেন, অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নবগঙ্গা নদী থেকে অব্যাহত বালু উত্তোলন করায় ওই নদীতে ভাঙন বৃদ্ধি পেয়েছে। নবগঙ্গা নদীর কাঞ্চনপুর খেয়াঘাটসহ বিভিন্ন স্থান থেকে প্রভাবশালী মহল প্রশাসনের নাকের ডগায় গত কয়েক মাস যাবত অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

এদিকে ইতোমধ্যে বড়কালিয়া ওয়াপদা বেড়িবাধেঁর অর্ধেক নদীগর্ভে ভেঙে পড়েছে। একই সঙ্গে রাস্তার পাশে বড় কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ওই এলাকার অর্ধশতাধিক বাড়িঘর ভাঙনের সম্মুখীন।

কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন জানান, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বড়কালিয়া ও নাওরা এলাকায় বালুরবস্তা ফেলানো শুরু করেছে। অচিরেই সমস্যা সমাধান হবে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। এ ছাড়া নদী ভাঙনের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

হাফিজুল নিলু/আরএস/এমএস