দেশজুড়ে

সিরাজগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপালপুরে শামীম হোসেন (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন বেলকুচি উপজেলার চন্দনগাঁতী মৌলভীপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।এলাকাবাসী জানায়, গোপালপুর বাজার এলাকার আতিয়ার হোসেনের মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে নব কুমার সূত্রধর তাঁত সরঞ্জামাদীর ব্যবসা করে আসছিল। ১ মাস আগে দোকানে কর্মচারী হিসেবে শামীম যোগদান করে। সোমবার রাতে দোকানে ঘুমাতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার পর গলায় রশি পেছিয়ে মরদেহ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বাদল ভৌমিক/এসএস/পিআর