খাগড়াছড়ির চেঙ্গী নদীর ওপাড়ে বসবাসকারী চার গ্রামের হাজারও মানুষের যাতায়াতের সুবিধার্থে নৌকা বিতরণ করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
রোববার দুপুরের দিকে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা মগপাড়া এলাকার খেয়াঘাটে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের উপস্থিতিতে এসব নৌকা বিতরণ করা হয়।
২০১৬-১৭ অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় চেঙ্গী নদীর বিভিন্ন ঘাটে স্থানীয় অধিবাসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নদী পারাপারে সাতটি নৌকা প্রদান করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
নৌকা বিতরণকালে খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ এলিশ শরমিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় চেঙ্গী নদীর সিঙ্গিনালা মগপাড়া ঘাটে দুই পাড়ের নানা বয়সী উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।
নৌকা প্রদানের মাধ্যমে নদীর ওপাড়ের বাসিন্দাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার চেষ্ঠা করা হয়েছে এমন মন্তব্য করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সেতু না থাকায় এখানকার বাসিন্দাদের একমাত্র মাধ্যম নৌকা। তাই তাদের পারাপারের জন্য প্রদান করা হলো দেশের উন্নয়নের প্রতীক নৌকা। এ সময় তিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিতেও জনগণকে আহ্বান জানান।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি