ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে সাহায্য দিয়েছে প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেয়া হয়।
এদের মধ্যে সদর ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গী পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবার ও গাজিরটেক ইউনিয়নের দুটি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও প্রত্যেক পরিবারের হাতে নগদ ৫০০ করে টাকা সাহায্য তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ্তিময়ী জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান ও ইউপি সদস্য বোরহান মোল্যা প্রমুখ।
উল্লেখ্য, গত তিন দিনে পদ্মা নদীর ভাঙনে সদর ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গীর দুই প্রান্তে ২৭টি বাড়ি, ৩৫ বিঘা ফসলি জমি ও বিভিন্ন প্রজাতির কয়েকশ শতাধিক গাছ নদীগর্ভে তলিয়ে যায়।
এস.এম. তরুন/এএম/আরআইপি