নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরণপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে হক মিয়া (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হক মিয়া নেত্রকোনা সদরের বালিয়াকান্দা আ. ছুবহানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে নেত্রকোনা আসার জন্য ছিনতাইকারীরা যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় উঠে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে হিরণপুর এলাকায় পৌঁছালে হক মিয়া (২৫)কে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় হক মিয়া ধস্তাধস্তি শুরু করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে পেটে আঘাত করলে গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, স্থানীয়দের চিৎকারে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে যেতে পারেনি ছিনতাইকারীরা। অটোরিকশাটি শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নেওয়া হয়েছে। আর এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।কামাল হোসাইন/এসএস/এমএস