দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ৩ নদীর পানি

চাঁপাইনবাবগঞ্জের তিনটি নদী পদ্মা, মহানন্দা ও পূনর্ভবায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়েছে তিনটি নদীতেই। তবে এখনো পদ্মার পানি নিচে থাকলেও মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পূনর্ভবা নদীর পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর মহানন্দায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। তবে এখনো বিপদসীমার প্রায় ৯০ সেন্টি মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পূনর্ভবা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে গোমস্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত ইউনিয়নগুলো হচ্ছে রহনপুর, আলিনগর, বাঙ্গাবাড়ী, বোয়ালিয়া, গোমস্তাপুর, চৌডালা ও রাধানগর। এছাড়া পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও নদী সংলগ্ন বিভিন্ন খাল-বিলে পানি প্রবেশ করায় প্রায় ১ হাজার হেক্টর রোপা আমন ও আউশ ধান ও ৫৩ হেক্টর জমির অন্যান্য ফসল জলমগ্ন হয়ে পড়েছে।

বন্যা মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খাঁ জানান, উপজেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এখনও কোনো ইউনিয়ন থেকে বন্যায় ক্ষয়-ক্ষতির কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র অনুযায়ী এ উপজেলার ছয় শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। মানুষজন বাড়িঘর ছেড়ে আম বাগানে বা সড়কের ধারে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন। ওইসব এলাকায় এখনো সরকারি কোনো ত্রাণ পৌঁছায়নি।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান জানান, ত্রাণের জন্য জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। খুব শিগগিরই ত্রাণ তৎপরতা শুরু হবে।

আব্দুল্লাহ/এফএ/পিআর