দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার ৮ নং গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যার বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎসহ অনিয়মের বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে গাজনা ইউনিয়ন পরিষদের ৯ জন নির্বাচিত সদস্য কর্তৃক স্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবর দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্যা সরকারি নিয়মনীতি উপেক্ষা করে পরিষদের সদস্যদের মতামত ছাড়াই স্বৈরাচারী কায়দায় সকল কার্যক্রম পরিচালনা করছেন।

২০১৬-২০১৭ অর্থবছরে কাবিটা ও টিআর প্রকল্পের অধীন ধোপাগাতী সামাদের বাড়ি থেকে ইয়াকুবের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, নওপাড়া রেলগেট থেকে নওপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার এবং নওপাড়া জয়নাল খানের বাড়ি থেকে ইমারত মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, প্রকল্পে কোনো কাজ না করেই ওসব অর্থ চেয়ারম্যান নিজেই আত্মসাৎ করেছেন।

এছাড়া মধুখালী-বালিয়াকান্দী ফিডার সড়ক এবং মধুখালী-নিমতলা আঞ্চলিক মহাসড়কের গাজনা ইউনিয়নের অংশে বনবিভাগ কর্তৃক বনায়নের গাছ বিক্রয়কৃত ১ লাখ ২ হাজার ৬২৫ টাকা পরিষদের কোনো সদস্যকে অবহিত না করে আত্মসাৎ করেছেন।

সেই সঙ্গে ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপির বরাদ্দ অর্থ সম্পর্কেও ৯ জন সদস্য কিছু জানেন না বলে জানিয়েছেন। নির্বাচিত সদস্যগণকে আড়াল করে সচিব এবং নিজস্ব কিছু লোক দিয়ে তিনি এসব অনিয়ম ও দুর্নীতি করেছেন।

তবে চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, সব কিছুই নিয়ম মেনে করা হয়েছে। নিয়ম মেনে যেসব কাজ করা হয়েছে পরিষদের অফিসে সকল প্রমাণপত্র আছে।

জানতে চাইলে জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস.এম. তরুন/এএম/জেআইএম