আন্তর্জাতিক

ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ির ধাক্কায় নিহত ১, চালক গ্রেফতার

ফ্রান্সের মার্সেই শহরে বাসের যাত্রী ছাউনিতে গাড়ির ধাক্কায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার দেশটির দুটি যাত্রী ছাউনিতে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

ফ্রান্সের পুলিশ বলছে, সোমবার সকালে যাত্রী ছাউনিতে অপেক্ষমান লোকদের ওপর গাড়ি চালিয়ে দেন ওই ব্যক্তি। সেখানে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে আরেকটি যাত্রী ছাউনিতে যাত্রীদের ওপর গাড়ি চালিয়ে দিলে এক নারী নিহত হন। পরে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির প্রসিকিউটাররা বলছেন, তাৎক্ষণিকভাবে ঘটনাটিকে জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না। আর গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিনত। সম্ভবত ওই ব্যক্তি মানসিক রোগী।

তবে অন্য কিছু সূত্র জানিয়েছে, পূর্বেও তার কৃত অপরাধের তথ্য রয়েছে। তাছাড়া তিনি গোয়েন্দাদের কাছে পরিচিত ছিলেন না।

সকাল সোয়া ৯ টায় প্রথম যাত্রী ছাউনিতে ধাক্কা দেন তিনি। ক্রইক্স রগ এলাকায় ধাক্কা দেয়ার পর দশটার দিকে ধাক্কা দেন ভ্যালেন্টাইন এলাকায়। প্রথমবার কেউ নিহত না হলেও দ্বিতীয়বারের ধাক্কায় ৪০ বছর বয়সী এক নারী নিহত হন।

গত বছর এক ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেয়ার ঘটনায় দেশটিতে ৮০ জন নিহত হয়েছিল।

কেএ/এমএস