দেশজুড়ে

বিয়ের কথা বলায় প্রেমিকাকে কুপিয়ে হাসপাতালে পাঠাল প্রেমিক

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবি করে থানায় অভিযোগ করার পরপরই প্রেমিকাকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে প্রেমিক। মঙ্গলবার বিকেলে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া মধ্যপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে রনজু মন্ডল (৪২) বিয়ের প্রলোভনে আড়কাটিয়া গুচ্ছ গ্রামের সাহেব আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে শাহীনুর বেগমের (৪০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন রনজু ও শাহীনুর।

রনজু মন্ডল আড়কাটিয়া বাজারে মাংসের (কসাই) ব্যবসা করেন। বিয়ের শর্তে যৌতুক হিসেবে ব্যবসার জন্য প্রায় ৬ মাস আগে শাহীনুরের কাছ থেকে ৪০ হাজার টাকা নেন রনজু মন্ডল।

এরপর প্রায় এক মাস ধরে রনজু মন্ডল প্রতারণার আশ্রয় নেন। শাহীনুর বিয়ের কথা বললে রনজু বিভিন্ন তালবাহানা করে। একপর্যায়ে শাহীনুরকে বিয়ের কথা অস্বীকার করেন রনজু। এ বিষয় নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে। কিন্তু শাহীনুর ও রনজুর বিয়ের ব্যাপারে কোনো সমঝোতা হয়নি।

পরবর্তীতে গ্রামবাসীর পরামর্শে শাহীনুর বেগম মঙ্গলবার সকালে বিয়ের ব্যাপারে প্রতারণার অভিযোগ এনে থানায় রজনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি জেনে ক্ষুব্ধ হন রনজু। এ অবস্থায় বিকেলে শাহীনুর আড়কাটিয়া বাজারে রনজুর কসাইখানার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় রজনু মন্ডল মাংস কাটা দা দিয়ে শাহীনুরের শরীরে এলোপাথাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শাহীনুরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজনুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত রনজু মন্ডলকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এএম/আইআই