নওগাঁর আত্রাইয়ে পরিত্যক্ত অবস্থায় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) ১২৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি বাজার থেকে একটি ট্রলি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার সদুপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে ট্রলি চালক পিন্টু হোসেন (৩৫) এবং মোনাক্কার ছেলে ট্রলির হেলফার বিপ্লব হোসেন (২০)।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, চালের বস্তাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেছার রহমান বলেন, আমার জানা মতে- ওই চালগুলো বিভিন্ন লোককে দেয়া হয়েছিল। তারা রাস্তায় তা বিক্রি করে দিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/আরএআর/জেআই্এম