বরগুনা জেলার বেতাগী উত্তর করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকাকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নড়াইল মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে।
সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহম্মদ শাহ আলম, সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, শিক্ষক নেতা মো. আবুল বাসার, জাকির হোসেন বিপ্লব, আশিকুর রহমান দীপ ও মাহামুদুল হাসান সজিব প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
হাফিজুল নিলু/এএম/জেআইএম