দেশজুড়ে

মোদির সফরে পঞ্চগড়ের বিভিন্ন ছিটমহলে চলছে উল্লাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে উল্লাস করেছে ছিটমহলের অধিবাসীরা। শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার ৫৯ নং ভারতীয় পুঠিমারি ছিটমহলে আনন্দ মিছিলসহ নানাভাবে উল্লাস প্রকাশ করে তারা। একইভাবে জেলার ৩৬টি ভারতীয় ছিটমহলের বিভিন্ন এলাকায় আনন্দ-উল্লাসের খবর পাওয়া গেছে।জানা গেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা এবং সদর উপজেলায় ছিল ছোটবড় ৩৬টি ভারতীয় ছিটমহল। নাগরিক সুবিধা বঞ্চিত এসব ছিটমহলের মানুষ মর্যাদার সাথে জীবন-যাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অবশেষে সীমান্ত বিল অনুমোদনের পর থেকে এসব ছিটমহলে চলছে খুশির বন্যা। দীর্ঘদিন পর মর্যাদার সাথে বাঁচার স্বপ্নে বিভোর ছিটমহলের মানুষ। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন ছিটমহলের অধিবাসীরা। তাদের দাবি, নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বেই তারা দীর্ঘদিনের বন্দীদশা থেকে মুক্তি পেয়েছেন। ছিটমহলের মানুষ যত দিন বাঁচবেন, যত দিন ছিটমহলের জমি থাকবে, তত দিন তাদের মনে রাখবে এসব এলাকার মানুষ।বোদা উপজেলার ৫৯ নং ভারতীয় পুঠিমারি ছিটমহলের চেয়ারম্যান তছলিম উদ্দিন বলেন, ভেবেছিলাম কোন দেশের নাগরিকত্ব বুঝি এই জীবনের আর হবে না। অবশেষে আমাদের দিকে তাকিয়েছেন হাসিনা-মোদি। ছিটমহলের মানুষ তাদের নাম সারাজীবন মনে রাখবেন।সদর উপজেলার গারাতি ছিটমহলের চেয়ারম্যান মো. মফিজার রহমান বলেন, ভারতে সীমান্ত বিল অনুমোদনের পর থেকেই জেলার বিভিন্ন ছিটমহলে উল্লাস চলছে। নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে এই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। এখন ছিটমহল এলাকার উন্নয়ন জরুরি। এসএস/এমএস