নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যন নাহিদুল হোসেন মোল্লা (৪৮) খুনের ঘটনায় খুলনার দিঘলিয়া থানায় মামলা হয়েছে।
নিহতের স্ত্রী পলি খানম বাদী হয়ে এ মামলা করেন। এতে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মহম্মদকে প্রধান করে ছয়জনকে আসামি করা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, নিহত নাহিদুল মোল্লার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামে। তিনি খুন হয়েছেন খুলনার দিঘলিয়া ইউনিয়নের গাজীরহাট এলাকার নিজের বাগান বাড়িতে। সে কারণে দিঘলিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।
তিনি বলেন, আত্মগোপনে থাকায় এ পর্যন্ত মামলায় সংশ্লিষ্ট কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। আসামি গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
জানা গেছে, রাজনীতিসহ এলাকার আধিপত্য বিস্তার নিয়ে নাহিদ মোল্লা খুন হয়েছেন। ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ মোল্লা স্বতন্ত্রপ্রার্থী হয়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মহম্মদকে পরাজিত করেন।
হাফিজুল নিলু/এএম/আরআইপি