ঈদকে সামনে রেখে টানানো বিএনপি নেতার ছবি সংযুক্ত শুভেচ্ছা পোস্টার ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষ রাজনৈতিক আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পুলিশের সহযোগিতায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার পর আবার উল্টো বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে যারা পোস্টার ফেস্টুন লাগাতে সাহায্য করেছেন সেসব বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে।
এ সময় সাতক্ষীরার দেবহাটার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুম বিল্লাহ ও একই উপজেলার যুবদল নেতা আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়।
গতকাল শনিবার ব্যানার ফেস্টুন লাগানোর পর রোববার ভোরে এদের গ্রেফতার করে পুলিশ। জাগো নিউজকে এসব কথা জানান, আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের সম্ভাব্য প্রাথী, জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শহিদুল আলম।
এ ঘটনাকে কেন্দ্রে করে জেলা বিএনপির সধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, শুধু দেবহাটা উপজেলা নয় আশাশুনিতে বিএনপি নেতাদের ব্যানার ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে পুলিশ। পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়ে দিচ্ছে।
তবে পুলিশ বলছে তারা ক্ষমতাসীন দলের নেতাদের এমপির নির্দেশে করতে বাধ্য হচ্ছে। পোস্টার লাগানোর জন্য ইতোমধ্যে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে সাতক্ষীরা জেলার আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।
তবে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, গণতান্ত্রিক এ দেশে যে কেউ ঈদের শুভেচ্ছা জানাতে পারেন। যদি কেউ ব্যক্তিকেন্দ্রিক রেষারেষিতে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলে তবে আমি বলব তারা এটা ঠিক করেনি। আর ব্যানার ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে যদি কোনো বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয় তবে সেটিও ঠিক হয়নি।
দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী কামাল হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতার হওয়া মাছুম বিল্লাহ ও আজিজুর রহমান এই দুইজন বিভিন্ন মামলার আসামি। এছাড়া কোথাও বিএনপির পোস্টার ব্যানার লাগানোর কাজে বাধা দেয়া হচ্ছে এমন অভিযোগ আমার কাছে আসেনি।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম