দেশজুড়ে

ভালুকায় ভাড়া বাড়িতে বোমা বিস্ফোরণে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় একটি ভাড়া বাড়িতে বোমা বিস্ফোরণে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কাশর গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি ঘিরে রেখেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরুই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দিন উপজেলার কাশর গ্রামে বাড়ি নির্মাণ করে তাতে ১০-১২টি পরিবারকে ভাড়া দেন। গত ২২ আগস্ট কুষ্টিয়া জেলার পরিচয় দিয়ে নিহত ব্যক্তি স্ত্রী ও দুই শিশু ছেলে নিয়ে ওই বাসার দুটি রুম ভাড়া নেন।

রোববার সন্ধ্যায় ওই বাসায় বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ হলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বোমা বিস্ফোরণে অজ্ঞাত ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই শিশু গুরুতর আহত হন। আহত শিশুদের তার মা অজ্ঞাত স্থানে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ভালুকা মডেল থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং চারদিক ঘেরাও করে রাখেন। নিহত ব্যক্তির পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন খান ঘটনাস্থলে ছুটে যান।

হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু জানান, শুনেছি গত ২/৩ দিন আগে নিহত ওই ব্যক্তি সপরিবারে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে- বোমা তৈরির সময় বিস্ফোরণে দুটি হাতের কবজি উড়ে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, কুষ্টিয়ার পরিচয় দিয়ে ওই লোকটি বাসা বাড়া নিয়েছিল তিনদিন আগে। বোমা তৈরির সময় বিস্ফোরণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম উপস্থিত রয়েছেন।

আতাঊল করিম খোকন/আরএআর/জেআইএম