সংস্কৃতির মাধ্যমে শত্রুমুক্ত ও উন্নয়নশীল দেশ গঠন এবং পার্বত্য অঞ্চলের সংস্কৃতিকে জাতীয় ধারায় সম্পৃক্ত করে এর বিকাশ ও উন্নয়নে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটি সদরে উদযাপিত হতে যাচ্ছে দুই দিনব্যাপি গণসঙ্গীত উৎসব-২০১৫। সোমবার বিকেলে শুরু হয়ে উৎসব শেষ হবে মঙ্গলবার। রোববার সকাল ১০ টায় শহরের রাজবাড়ী সাবারাং রেস্টুরেন্টে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে আয়োজকরা এ কথা জানান। এসময় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলার গণসঙ্গীত উদযাপন পরিষদ আহ্বায়ক সুনীল কান্তি দে বলেন, মূলত সংস্কৃতি জগতে পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিতে এ আয়োজন। পাশাপাশি ‘ছিঁড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল’ শ্লোগান নিয়ে আয়োজিত এ গণসঙ্গীত উৎসবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে এবং গণতন্ত্র ও আইনশৃঙ্খলা সুরক্ষাসহ উন্নয়নশীল দেশ গঠনে জনগণকে উদ্বুদ্ধ করতে আয়োজনটি অনন্য ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সহায়তায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলার গণসঙ্গীত উদযাপন পরিষদ আয়োজিত রাঙামাটিতে প্রথমবারের এ গণসঙ্গীত উৎসব আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৫ টায় রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক মিলনায়তনে উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। এছাড়া বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলী সদস্য ফকির সিরাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উৎসবে গণসঙ্গীত পরিবেশনে অংশ নেবেন ঢাকার জাতীয় গণশিল্পীসহ রাঙামাটির সুর নিকেতন, গিরিসুর শিল্পীগোষ্ঠী, খেলাঘর, উদীচী ও খাগড়াছড়ির সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্রের সঙ্গীত শিল্পীরা।প্রেস ব্রিফিংকালে আরো উপস্থিত ছিলেন উদযাপন পরিষদ সদস্য সচিব ও পৌর কাউন্সিলর বিশিষ্ট সঙ্গীতশিল্পী কালায়ন চাকমা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল ও যুগ্ম-সম্পাদক বিশিষ্ট সংস্কৃতিসেবী মনোজ বাহাদুর গুর্খাসহ অন্যরা। সুশীল চাকমা/এসএস/পিআর